Maha Shivrarti 2024 going to be celebrated on 8th March. The Tithi will begin at 10:27 pm on Mar 08, 2024, and will end at 06:47 am on Mar 09, 2024. In this article, you will get the detailed information including Puja Tithi, Mantra, Parana Time and more.
মহা শিব রাত্রি ২০২৪ পালিত হবে ৮ মার্চ যেটি হিন্দুধর্মালম্বীদের সবচেয়ে বড় একটি পূজা। প্রতিবছর মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব রাত্রি ব্রত পালন করা হয়। এই দিন ভোলেনাথের (Lord Shiva) আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন যাকে মহাশিবরাত্রি বলা হয়। এই বিশেষ দিনে ভক্তি মনে বাবা মহাদেবের পুজো করলে ভক্তদের মনবাঞ্ছা পূরণ হয়।
হিন্দু তথা সনাতণ ধর্মে শিব চতুর্দশীর (Shiv Chaturdashi) বা শিব রাত্রির মাহাত্ম্য অনেক। ভগবান শিবের ভক্তরা তাদের মনবাঞ্ছা পূরনের জন্য এই ব্রত পালন করেন। চলুন দেখে নেওয়া যাক ২০২৪ সালের মহা শিব রাত্রি সময়, পূজার নিয়মসহ পারনের সঠিক সময়।
Contents
শিব রাত্রি ২০২৪
আপনারা হয়তো অনেকেই শিব রাত্রি ২০২৪ সময় জানার জন্য গুগল বা অন্য কোন সার্চ ইঞ্জিনে সার্চ করতেছেন। প্রতিবছরই ভগবান শিবের ভক্তগন তার আরাধনার জন্য সঠিক সময়সূচি জানতে চেয়ে ইন্টারনেটে সার্চ করেন। কয়েকদিন আগে আমাদের অফিসিয়াল ফেইসবুক পেইজে কয়েকজন মানুষ ”শিব রাত্রি ২০২৪ তিথি” জানতে চেয়ে মেসেজ করেছিলেন।
আপনিও যদি তাদের মতো শিব রাত্রি ২০২৪ এর তিথি সম্পর্কে সঠিক ধারনা পেতে চান, তাহলে এই পোষ্ট টি আপনাকে অনেক তথ্য দিয়ে সহায়তা করবে। কেননা, আজকে আমরা ২০২৪ সালের মহা শিব রাত্রির সময়সূচি তুলে ধরেছি।
২০২৪ সালে শিব রাত্রি তিথি (চতুর্দশী তিথি) শুরু হবে ৮ মার্চ রাত ১০ টা বেজে ২৭ মিনিটে।
তিথি শেষ হবে: ৯ মার্চ রাত ৬ টা ৪৭ মিনিটে.
মহা শিব রাত্রি ২০২৪: পূজার তিথি
আমরা সবাই জানি, প্রতিবছর ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিব রাত্রী বা চতুর্দশী তিথি পড়ে। তবে এই বছর ৮ মার্চ ২০২৪, শুক্রবার পালিত হবে মহাশিবরাত্রি ব্রত। পঞ্জিকামতে, চতুর্দশী তিথি শুরু হবে ৮ মার্চ রাত ১০ টা বেজে ২৭ মিনিটে। তিথি শেষ হবে ৯ মার্চ রাত ৬ টা ৪৭ মিনিটে।
চার প্রহরে শেষ হবে শিব রাত্রি ২০২৪ পূজা। চলুন দেখে নেওয়া যাক পূজার সময় এবং মন্ত্রসমূহ।
শিব রাত্রি প্রথম প্রহর পূজার সময়
প্রথম প্রহর পূজা ৮ মার্চ ২০২৪ সন্ধে ০৬ টা ০৫ মিনিট থেকে ৯টা ০৭ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে পূজা করতে হবে। প্রথম প্রহরে নিচের মন্ত্র উচ্চারন করতে হবে;
মন্ত্রঃ ‘ওঁ হৌং ঈশানায় নমঃ’
দুধ দিয়ে স্নান করানোর সময় এই মন্ত্র তিনবার পাঠ করতে হবে।
অর্ঘ্য মন্ত্র —
ওঁ শিবরাত্রি ব্রতং দেব পূজাজপপরায়ণঃ।
করোমি বিধিবত্তং গৃহাণার্ঘ্যং মহেশ্বরঃ।।
Also Read: Jamai Sasthi 2024
দ্বিতীয় প্রহর পুজোর সময়
৮ মার্চ ২০২৪ রাত ৯টা ০৭ মিনিট থেকে রাত ১২টা ০৯ মিনিট পর্যন্ত।
মন্ত্রঃ ‘ওঁ হৌং অঘোরায় নমঃ’
দই দিয়ে স্নান করানোর সময় এই মন্ত্র তিনবার পাঠ করতে হবে।
অর্ঘ্য মন্ত্র —
ওঁ নমঃ শিবায় শান্তাায় সর্ব্বপাপহরায় চ।
শিবরাত্রৌ দদামর্ঘ্যং প্রসীদ উময়া সহ।।
For Latest Updates, Follow Epi Express on Google News
রাত্রি তৃতীয় প্রহর পুজোর সময়
৮ মার্চ ২০২৪ রাত ১২টা ০৯ মিনিট থেকে রাত ৩টা ১১ মিনিট পর্যন্ত।
মন্ত্রঃ ‘ওঁ হৌং বামদেবায় নমঃ’
ঘি দিয়ে স্নান করানোর সময় এই মন্ত্র তিনবার পাঠ করতে হবে।
অর্ঘ্য মন্ত্র —
ওঁ দুঃখদারিদ্রশোকেন দগ্ধোঽহং পার্বতীশ্বর।
শিবরাত্রৌ দদামর্ঘ্যং উমাকান্তং প্রসীদ মে।।
রাত্রি চতুর্থ প্রহর পুজোর সময়
৯ মার্চ (৮ মার্চের রাত) ২০২৪ রাত ৩টা ১১ মিনিট থেকে ভোর ৬টা ১১ মিনিট পর্যন্ত।
মন্ত্রঃ ‘ওঁ হৌং সদ্যোজাতায় নমঃ’
মধু দিয়ে স্নান করানোর সময় এই মন্ত্র তিনবার পাঠ করতে হবে।
অর্ঘ্য মন্ত্র —
ওঁ মমকৃত্যান্যনেকানি পাপানি হর শঙ্কর।
শিবরাত্রৌ দদামর্ঘ্যং উমাকান্তং গৃহাণ্ মে।
শিব রাত্রি ২০২৪ পারনের সময়
পারনের সময় যেকোন উপবাসের জন্য গুরুত্বপূর্ন বিষয়। তাই আমরা এই পোষ্টের মাধ্যমে শিব রাত্রি ২০২৪ পারনের সময় তুলে ধরেছি। নিচে থেকে সময় দেখে নিতে পারেন
- ৯ মার্চ ২০২৪ ভোর ৬টা ১৩ মিনিট থেকে দুপুর ০৩ টা ০৭ মিনিটের মধ্যে পারন করতে হবে।